Wednesday, December 29, 2010

Windows 7 Activator

Windows 7 বর্তমানে জনপ্রিয় উইন্ডোজ । আমাদের দেশে বর্তমানে যে পরিমাণে উইন্ডোজ ৭ ব্যবহার কারী আছেন আমার ধারণা এর 95% ব্যাবহার কারীই পাইরেটেড উইন্ডোজ 7 ব্যবহার করছেন । বাজার থেকে 40 টাকা দামের ডিভিডি কিনে বাসায় নিজের পিসিতে ইনস্টল করছেন ।
যদিও ডিভিডি গুলোতে ফুল এন্ড ফাইনাল ভার্সন লেখা থাকে কিন্তু অনেক ক্ষেত্রে বা কিছু কিছু পিসির ক্ষেত্রে উইন্ডোজ সেভেন এক্টিভেট হয়না ।
 পিসিতে ৩০ দিনের ট্রায়াল চলতে থাকে ।


এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য বেশ কিছু এ্যাক্টিভেশন সফটওয়্যার পাওয়া যায় । এর মধ্যে আমার Remove Wat নামের এ্যাক্টিভেটর টি ভাল মনে হয়েছে । আপনার উইন্ডোজ যদি ট্রায়াল চলতে থাকে তাহলে সফটওয়্যার টি চালিয়ে সেভেন এর ট্রায়াল রিমুভ করতে পারেন ।
সফটওয়্যারটি ডাউনলোড করতে পারেন এই লিঙ্ক থেকে

No comments:

Post a Comment